মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট যুব সংঘের উদ্যোগে ভুল্লারহাট মাঠে আয়োজিত এই টূর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে এবং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনের পৃষ্ঠপোষকতায় এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোসলেমউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও ফজলুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, ইউপি সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

























