বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:২১ অপরাহ্ন

পলাশবাড়ীতে ১২ ফুট লম্বা ডানার শকুন উদ্ধার

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কৃষকের মাঠ থেকে ১২ ফুট লম্বা ডানার শকুন উদ্ধার করা হয়েছে। ‘হিমালীয়ান গৃধিনী’  প্রজাতির এ শকুনটি উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।

পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রণমেন্টাল রিসার্চ-তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার কর্মীরা উদ্ধার কাজে সহযোগিতা করে।

এ তথ্য নিশ্চিত করে ‘তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি জাহিদ রায়হান জানান, শনিবার সকালের দিকে ওই এলাকায় শকুনটিকে একটি গাছে দেখতে পায় এলাকাবাসী। প্রায় ১২ ফুটের ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে শকুনটি একটি গাছে আশ্রয় নেয়।  এরপর শকুনটি খাবারের খোঁজে ও বিশ্রামের জন্য গাছের মগ ডাল থেকে মাটিতে নেমে এলে এলাকাবাসী শকুনটি আটক করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে বিষয়টি জেলা ভারপ্রাপ্ত বন কর্মকতা  শরিফুল ইসলামকে অবগত করা হয়। পরে বন বিভাগ ও তীরের একটি স্বেচ্ছাসেবী দল ঘটনাস্থল থেকে শকুনটি উদ্ধার করে ।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত শকুনটিকে  দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন