আটঘরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এদিবসটি উপলক্ষে ২১ ফেব্রয়ারি রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা রাজু আহমেদ, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল আজিজ, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকতা ইসমত জেরিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহজাহান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনতাকিমুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামা, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গফফার, ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুরাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিরোধ কর্মকার নিরু, উপজেলা বিএনপির সদস্য সচিব মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন খান সহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ সহ প্রমুখ।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এসময় বীরমুক্তিযোদ্ধাগণ, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাংক, বীমা, ফায়ার সার্ভিস স্টেশনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।