শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

দুস্থ নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রতিটি সেক্টরে উন্নয়ন তরান্বিত করাসহ গ্রামীন দুস্থ নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি উপকারভোগি নারীদের কার্ড বিতরণকালে এসব কথা বলেন তিনি।

হুইপ বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এতে করে আমাদের প্রত্যেকটা নাগরিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। আর আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি।

ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম, গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু সাঈদ, ডাচবাংলা ব্যাংকের সিনিয়র এরিয়া ম্যানেজার আবু রায়হান মণ্ডল প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন