শিক্ষা সচিব রেহানা পারভীন বলেছেন-প্রতিযোগিতা অন্যের সাথে নয়, প্রতিযোগিতা করতে হবে নিজের সাথে। প্রতি মুহুর্তে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে শাণিত করতে হবে। প্রজ্ঞায়, দক্ষতায়, সৃজনশীলতা, ক্রীড়া নৈপুণ্যে, মানব সেবায় দায়িত্ববোধে নিজেকে প্রস্তুত করতে হবে।
রবিবার বেলা ১১টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র ব্যবস্থাপনায় ৫৪তম বাংলাদেশ জাতীয় আন্ত স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বিএম আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্কুলমূখী করতে সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার পাশাপাশিসহ পাঠ্যক্রমিক বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। শরীর ও মন সুস্থ্য রাখতে ক্রীড়ার বিকল্প নাই। শিক্ষার্থী সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে উঠতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মকাল ধরে আমাদের সন্তানদের বিশ্বের বুকে মাথা উঁচু করে জ্ঞানে বিজ্ঞানে, ক্রীড়ায়, নৈপুর্ণ্যতায়, সৃজনশীলতায় সামনের সারিতে থেকে মর্যাদায় সাথে থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে এসময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএিম, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক মোছা. রোখসানা বেগম, রংপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, দেশের সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, সচিব, বিদ্যালয় পরিদর্শক, পরিক্ষা নিয়ন্ত্রক, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক, সহকারি বিদ্যালয় পরিদর্শক, সকল কর্মকর্তা, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল অঞ্চলের উপপরিচালক, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জেলার প্রতিষ্ঠানপ্রধান, সাংবাদিক, ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























