মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৫৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর চেতনাকে লালন করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল জন্যেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল বলেই পুলিশের জন্ম হয়েছে। তাই বঙ্গবন্ধুর চেতনাকে লালন ও বুকে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব বলে মন্তব্য করেছেন গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন।

শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

” স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে কেক কাটা ও আলোচনা সভা অনিুষ্ঠিত হয়।

এসময় আরও বক্তব্য দেন- গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লায়েচ মো. ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব আলম,  ইন্সপেক্টর শামসুল আলম,  এএসআই  আমিনুল ইসলাম প্রমুখ।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসটি জেলা-উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে। এর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, পায়রা অবমুক্তকরণ, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া-মাহফিলসহ আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন