” স্মার্ট বাংলাদেশের, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিতহয়েছে।
৬ মার্চ(বৃহস্পতিবার) সকাল ৯ টায় শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা
ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক ও ক্রীড়া প্রেমিক লালমনিরহাট। কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বীথি রাণী রায় এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম পুলিশ সুপার লালমনিরহাট। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন ও সদস্য রাশিদুর জামান মিলু।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ স্টেডিয়ামের মূল ফটক হতে একটি র্যালী বের করা হয় র্যালী শেষে বৃক্ষ রোপণ করা হয়।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
























