অনাথের ঈদ
নাজমুল হাসান নিরব
আজকে স্বাদের ঈদের দিনে
সবার ঘরে খুশির ঢেউ,
আমার কুটির ছোট্ট ঘরের-
কষ্ট দেখার নেইতো কেউ!
নতুন জামা সবার গায়ে
আমার ছেঁড়া কানি,
কেউতো খবর নেয়না আমার
দেখেনা একটু খানি।
মা-বাবার আদর সোহাগ
পাইনি কোন দিনে,
রেলের ধারেই জীবন কাটে
বিছানা বালিশ বিনে।
আমার মনেও স্বাদ জাগে
ঈদের দিনে নাচতে,
দু’বেলা খেয়ে অনায়াসে
ধরার বুকে বাঁচতে।
নাজমুল হাসান নিরব 

























