ঈদ-উল ফিতরে ঘরমুখো মানুষদের যাত্রা নির্বিঘ্নে করতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে কাজ করছে পুলিশের বিশেষ দল। সাধারণ মানুষদের যাত্রা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশে আমরা নানামুখি ব্যবস্থা নিয়েছি। যার ফলে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন।
সড়কপথে ঈদযাত্রা নিরাপদ করতে চালক, হেলপার ও যাত্রীদের সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য গাইবান্ধা পুলিশ ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রিফ্রেশমেন্ট ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় এ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, জেলা ট্রাফিক ইনচার্জ নূরে আলম সিদ্দিক, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, মোটর মালিক সমিতির সহ সভাপতি হারুনুর রশিদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন প্রমুখ।
আলোচনা শেষে গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে দুরপাল্লার বিভিন্ন যানবাহনের চালক, হেলপার ও যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পে ঈদপূর্ব ও পরবর্তী সময়ের জন্য ২৪ ঘন্টা চালক-হেলপার ও যাত্রীদের জন্য টয়লেট ও বিশ্রামের ব্যবস্থা আছে বলে জানান এসপি।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট