গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, আমার তত্ত্বাবধায়নে নদীভাঙন রোধে পাউবোর কর্মকর্তারা সার্বক্ষণিক ভাঙন এলাকা পরিদর্শন করছেন। তারা ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ড্যাম্পিং করছেন। নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষায় এরেন্ডাবাড়ী ইউনিয়নে ১ হাজার কোটি ও উড়িয়া ইউনিয়নে ২৫০ কোটি টাকার প্রকল্প তৈরি করা হয়েছে। চলতি অর্থ বছরেই এসব প্রকল্পের কাজ শুরু হবে।
শনিবার (২২ জুলাই) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিপন এমপি বলেন, করোনাকালীন বাংলাদেশের মানুষকে অন্য দেশের মুখাপেক্ষী হতে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সকল নাগরিকের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি সহ বিভিন্ন ধরণের ভাতার ব্যবস্থা করেছেন।
ফুলছড়ি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেবনাথের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নুরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 























