প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমনিরহাটে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৩৪৮টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির কাগজপত্রসহ ঘর পেল। নতুন ঘর পেয়ে ঐসব পরিবারের সদস্যদের মাঝে খুশির উৎস্যবের আমেজ বিরাজ করছে।
বুধবার( ৯ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এসব নতুন জমিসহ ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২য় ধাপে সদর উপজেলায় ১১২টি, আদিতমারী উপজেলায় ২২টি, কালীগঞ্জ উপজেলায় ১৫৭টি ও হাতীবান্ধায় ৫৭টিসহ মোট ৩৪৮টি নতুন ঘর ও জমি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ১ম পর্যায়ে জেলার ৫ উপজেলায় ৯৭৮টি, ২য় পর্যায়ে ৯১৫টি, ৩য় পর্যায়ে ১১৮৪টি, ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ৫৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে বুধবার জেলায় ৩৪৮টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 























