দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআন তেলাওয়াত, বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপি কর্মসুচির অংশ হিসেবে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, বিকেল সাড়ে ৪টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
বিকেল সোয়া ৫টায় দারুল ফালাহ মাদরাসা মাঠে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. মজিবর রহমান শাহর সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে নুর আলম সরকার দুলু, অধ্যক্ষ মমিনুল ইসলাম, নুর-এ-আলম সিদ্দীকী নয়ন, অধ্যক্ষ রেজাউল করিম, মেছবাহুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, আলহাজ্ব মোকাররম হোসেন মুকুল, মো. সাইফুল ইসলাম, মো. মিজানুর রহমান, আব্দুল মতিন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। জনসমাবেশে আনুমানিক ১০ সহস্রাধিক জনসমাগম হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

























