বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নেতা দুলু বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ড. ইউনূসের সঙ্গে তুলনা করে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মো. রকিবুল হাসান খান।
মামলার এজাহারে জানানো হয়েছে, জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেয়। সর্বশেষ গত ৩০ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নে বিকেল আনুমানিক ৫টায় বিএনপি অফিসের সামনে বক্তব্য দেন। এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রকাশ্যে বলেন, বঙ্গবন্ধু টঙ্গবন্ধু সব বঙ্গোপসাগরে ভেসে গেছে। বিএনপির মিডিয়া কল নামক সোশ্যাল মিডিয়া পেজ ওই সময় বক্তব্যটি লাইভ প্রচার করে জাতির পিতার বিরুদ্ধে ব্যাঙ্গাত্বক অসম্মানজনক প্রচারণা চালায়।
এছাড়াও মামলায় আরো উল্লেখ্য করা হয়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে মিলন বাজার এলাকায় এক জনসভায় বক্তৃতায় বলেন, শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার চেয়ে হাজার গুণ বেশি চিনে ড. ইউনূসকে, তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিএনপি মিডিয়া কল ভেরিফায়াড পেজ এ প্রচার করে। তাই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা দেন আইনজীবী মো. রকিবুল হাসান খান।
সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে। মামলাটি ইতোমধ্যে রংপুর সাইবার নিরাপত্তা আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেস্টা করলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অসম্মানজনক ও কটুক্তিমূলক বক্তব্য দুলুর মতো নেতার কাছে আশা করিনি।
অপর দিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কোনভাবে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
জনপ্রিয়

বিএনপির নেতা দুলু বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা 

প্রকাশের সময়: ১০:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ড. ইউনূসের সঙ্গে তুলনা করে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মো. রকিবুল হাসান খান।
মামলার এজাহারে জানানো হয়েছে, জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেয়। সর্বশেষ গত ৩০ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নে বিকেল আনুমানিক ৫টায় বিএনপি অফিসের সামনে বক্তব্য দেন। এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রকাশ্যে বলেন, বঙ্গবন্ধু টঙ্গবন্ধু সব বঙ্গোপসাগরে ভেসে গেছে। বিএনপির মিডিয়া কল নামক সোশ্যাল মিডিয়া পেজ ওই সময় বক্তব্যটি লাইভ প্রচার করে জাতির পিতার বিরুদ্ধে ব্যাঙ্গাত্বক অসম্মানজনক প্রচারণা চালায়।
এছাড়াও মামলায় আরো উল্লেখ্য করা হয়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে মিলন বাজার এলাকায় এক জনসভায় বক্তৃতায় বলেন, শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার চেয়ে হাজার গুণ বেশি চিনে ড. ইউনূসকে, তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিএনপি মিডিয়া কল ভেরিফায়াড পেজ এ প্রচার করে। তাই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা দেন আইনজীবী মো. রকিবুল হাসান খান।
সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে। মামলাটি ইতোমধ্যে রংপুর সাইবার নিরাপত্তা আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেস্টা করলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অসম্মানজনক ও কটুক্তিমূলক বক্তব্য দুলুর মতো নেতার কাছে আশা করিনি।
অপর দিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কোনভাবে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।