দিনাজপুর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস দিনাজপুরের আয়োজনে দিনাজপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিরামপুর উপজেলা (অনূর্ধ্ব-১৭) ফুটবল দল ও নবাবগঞ্জ উপজেলা (অনূর্ধ্ব-১৭) ফুটবল দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় দুই দলই নির্ধারিত সময়ে খেলায় কোন গোলের দেখা না পাওয়ায় খেলা
ট্রাইব্রেকারে রুপ নেয়। পরে বিরামপুর উপজেলা (অনূর্ধ্ব-১৭) ফুটবল দল ৮-৭ গোলে নবাবগঞ্জ উপজেলাকে হারিয়ে দিনাজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নূর-এ আলম, বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর শেখ মোঃ জিন্নাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেেল হক, বিরামপুর (অনূর্ধ্ব-১৭) ফুটবল দলের টিম ম্যানেজার আনোয়ারুল হাবীব রিটন, ক্রীড়া শিক্ষক হেলাল উদ্দিন, বিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তোফাজ্জল হোসেন, কোচ মোস্তাফিজুর রহমান মাসুম, আসাদুজ্জামান আসাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 

























