ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে পাবনায় শুরু হলো মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপমহাদেশের অন্যতম প্রাচীনতম পাঠাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত দেশাত্মবোধক সংগীত, প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক প্রফেসর কামরুজ্জামান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
স্বাগত বক্তব্য দেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান ও শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
এ সময় বক্তারা বই পড়া ও লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে বই কেনা ও পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে, অতিথিরা ১৩৪ বর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে হাজার বছরের পুরোনো তালপাতায় লেখা পুস্তিকা ও প্রাচীনতম গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন।
মাসব্যপী বই মেলায় ৩১টি বইয়ের স্টলে নানা ধরনের বইয়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতাসহ থাকছে স্থানীয় সাংস্কৃতিক দলগুলোর নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা।
উল্লেখ্য, ঢাকায় বাংলা একাডেমির আয়োজনের পরেই জেলা শহর পাবনায় দীর্ঘদিন ধরে শতবর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় মাসব্যাপী এই বইমেলার আয়োজন হয়ে আসছে।