গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সাদুল্লাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব।
বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ প্রকল্পের অর্থায়ণে এবং বাংলাদেশ স্কাউটস সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস সাদুল্লাপুর উপজেলা সভাপতি মো. নবীনেওয়াজ।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা সম্পাদক মোস্তাফিজার রহমান, কোর্স লিডার সাইফুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা সম্পাদক আনোয়ারুল ইসলাম, মো. আন্নান এএলটি ও সাইফুল ইসলাম উড ব্যাজার প্রমূখ। ৯৪তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে ৪০ জন শিক্ষক অংশগ্রহন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 
























