রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে দুস্থদের ঈদ সামগ্রী দিলেন ইসলাহুল মুসলিমীন

জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে দেড় শতাধিক দুস্থ নারী পুরুষকে ঈদ সামগ্রী দেয়া হয়েছে। বুধবার সকাল এগারোটার দিকে আত্ম মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “ইসলাহুল মুসলিমীন” এর উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের স্থায়ী কার্যালয় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছায় বিতরণ কালে এ উপলক্ষে এক আলোয় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুন্নবী ইসলাম নাজমুল।

বক্তব্য দেন বামনডাঙ্গ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. মাহবুবুর রহমান, ফলগাছা মাদ্রাসাপাড় জামে মসজিদের ইমাম মাও মো. ইউনুস আলী, সংগঠনের সহ সভাপতি মো. সাগর মিয়া, সাধারণত সম্পাদক মো. ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: শিপন মিয়া, কোষাধ্যক্ষ মো: নজরুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক মো: হাফিজুর রহমান বসুনিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর-মোহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক মো: মজনু মিয়া ও ক্রিড়া সম্পাদক মো: শফিকুল ইসলাম।
শেষে দেড় শতাধিক দুস্থ নারী-পুরুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন অতিথিগণ।

মুরগির গোস্তসহ প্রত্যেক প্যাকেটে সেমাই, চিনি, মুড়ি, সাবান, ডিটারজেন্ট পাউডার, প্যাকেট দুধ, বাদাম ও কিচমিচ ছিলো।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য মো. আল-মাহমুদ।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। সেই থেকে ঈদসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান সংগঠনটি। এটি স্থানীয় তরুণ যুবকদের সংগঠন। তাঁদের ব্যক্তিগত অর্থে এটি পরিচালিত হয়ে আসছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন