গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বান্নি মেলা ঘিরে ফুসে ওঠেছে সংঘবদ্ধ জুয়ারিরা। এরই মধ্যে অভিযানে নেমেছে পুলিশ। তাদের ২৪ ঘন্টার অভিযানে ৪৬ জন জুয়ারি গ্রেফতার হয়।
বুধবার (১৭ এপ্রিল) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে থেকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
জেলার সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ স্ব স্ব এলাকায় এই অভিযান পরিচালনা করেন। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে এই অভিযান চলে ২৪ ঘন্টা।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে জানায়, জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বান্নি মেলা আর কিছুদিন পরে বসবে। এ উপলক্ষে বেশ কিছু জুয়ারির আনাগোনা দেখা গেছে। ওই মেলার দুইদিন আগে থেকে বিচ্ছিন্নভাবে জুয়ার আসর বসানোর চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। এখানে জুয়া প্রতিরোধে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর আগাম নজরদারি কামনা করছেন।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গত ২৪ ঘন্টার অভিযানে ৪৬ জন জুয়ারি গ্রেফতার করা হয়। একই সঙ্গে খেলার ডাবু, গুটি, ফর, তাস ও নগদ ২৪ হাজার ৬৩৫ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৮টি মামলা হয়। জেলায় জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোথাও জুয়ার আসর বসানোর সুযোগ নেই বলে জানান এই কর্মকর্তা।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট