ফ্যাক্টরীতে অবৈধভাবে আইসক্রিম তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দিনাজপুরের চিরিরবন্দরে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনাটি বুধবার দুপুর ২টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টহাটে ঘটেছে।
জানা গেছে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টহাটে অবৈধভাবে গড়ে ওঠা শামীম হোসেনের অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরীফুল হক। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা করেন।
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, স্যানেটারী ইন্সপেক্টর মনজিল হোসেনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট