শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে যাত্রা শুরু করলো জিইউকে শাখা

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের উদ্বোধন করা হয়েছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) নামের বেসরকারি উন্নয়ন সংস্থার ৬২তম শাখা।

সোমবার বিকেলে শহরটির পশ্চিমপাড়ায় এই শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা।

গণ উন্নয়ন কেন্দ্রর সমন্বয়কারী আফতাব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংস্থাটির হেড অব মাইক্রোফাইন্যান্স তৌহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সাদুল্লাপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসনে পল্টন, শাখাটির ব্যবস্থাপক জামিল হোসেন, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির প্রমুখ।

গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর সমন্বয়কারী আফতাব হোসেন বলেন, সমাজের বিভিন্ন শ্রেণির লোকদের ঋণের মাধ্যমে আর্থিক সেবাদানের লক্ষ্যে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জন্য সাদুল্লাপুর শাখাটি উদ্বোধন করা হয়। এ নিয়ে এই সংস্থার ৬২টি শাখা দাঁড়ালো।

আলোচনা শেষে পাঁচজন সদস্যকে ঋণ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন