রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতাঃ একুশ

কবিতাঃএকুশ
কবি হাবিবুর রহমান সিংড়া,নাটোর।
আমি ফেব্রুয়ারীর একুশ ভালোবাসি তোরে,
আমি একুশ এলেই ফুল হাতে যাই ভোরে।
আমি একুশ রেখেছি আমার হৃদয় জুড়ে,
এই দেহে একুশের ভালোবাসা ফুল ছুড়ে।
একুশের জম্মেই বাংলায় লিখি কবিতা,
একুশ যে আমার প্রিয় বন্ধু বর মিতা।
একুশ আমার ভালোবাসা বাংলা গান শুনি,
আমি অ আ ক খ দিয়েই লেখার জাল বুনি।
একুশ আমার রক্তে দেশ প্রেম জাগায়,
বাবুই দোয়েল ময়না এ ভাষাতেই গায়।
আমি একুশের গলায় ফুল মালা পড়াই,
সারা বিশ্বে বাংলা ভাষার সুনাম ছড়াই।
আমি ফেব্রুয়ারীর একুশ ভালোবাসি তোরে,
বাংলা ভাষা আমাকে যে কবিতা লেখায় ওরে।
একুশ আমার স্বপ্ন লেখার কবিতা,
একুশ যে আমার প্রিয় বন্ধু বর মিতা।
জনপ্রিয়

কবিতাঃ একুশ

প্রকাশের সময়: ০৩:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
কবিতাঃএকুশ
কবি হাবিবুর রহমান সিংড়া,নাটোর।
আমি ফেব্রুয়ারীর একুশ ভালোবাসি তোরে,
আমি একুশ এলেই ফুল হাতে যাই ভোরে।
আমি একুশ রেখেছি আমার হৃদয় জুড়ে,
এই দেহে একুশের ভালোবাসা ফুল ছুড়ে।
একুশের জম্মেই বাংলায় লিখি কবিতা,
একুশ যে আমার প্রিয় বন্ধু বর মিতা।
একুশ আমার ভালোবাসা বাংলা গান শুনি,
আমি অ আ ক খ দিয়েই লেখার জাল বুনি।
একুশ আমার রক্তে দেশ প্রেম জাগায়,
বাবুই দোয়েল ময়না এ ভাষাতেই গায়।
আমি একুশের গলায় ফুল মালা পড়াই,
সারা বিশ্বে বাংলা ভাষার সুনাম ছড়াই।
আমি ফেব্রুয়ারীর একুশ ভালোবাসি তোরে,
বাংলা ভাষা আমাকে যে কবিতা লেখায় ওরে।
একুশ আমার স্বপ্ন লেখার কবিতা,
একুশ যে আমার প্রিয় বন্ধু বর মিতা।