বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ ছাত্র-জনতার স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ী দাখিল মাদরাসা মাঠে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার।
সর্বানন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মো.শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. আতাউর রহমান, সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম নয়ন, যুব নেতা মিন্টু রহমান, শ্রমিক নেতা শাহজাহান মিয়া, মোশাররফ হোসেন প্রমুখ।
শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ ছাত্র-জনতাসহ সকল শদিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 




















