ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা উপভোগ করতে নানা বয়সী হা-ডু-ডু প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়। এ ফাইনাল খেলা উপভোগ করতে নারী দর্শকদেরও উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
সোমবার বিকালে দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ডোমটারী ইয়াং স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে। খেলাটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ঠাকুরগাঁও তরতবাড়ী বাপ-বেটা একাদশকে পরাজিত করে নীলফামারীর কুন্দপুকুরের ডাক্তারপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়নদলকে গরু ও রানার্সআপদলকে দুইটি খাসি ছাগল পুরস্কার প্রদান করা হয়।
খেলায় খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবুবকর সিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক।
টূর্ণামেন্টের আয়োজক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম জানান, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ হা-ডু-ডু খেলাকে টিকিয়ে রাখতে বিগত কয়েক বছর ধরে আমরা হা-ডু-ডু টূর্ণামেন্টের আয়োজন করে আসছি। এতে দর্শকদেরও আমরা ভালো সাড়া পাচ্ছি। সরকারি-বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে এ খেলার আয়োজন করা সম্ভব হবে।
মো. রফিকুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























