মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাস টার্মিনাল আধুনিকীকরণসহ ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি

গাইবান্ধা শহরের বাস টার্মিনাল আধুনিকীকরণসহ পৌরসভার আওতায় একটি পূর্ণাঙ্গ ট্রাক টার্মিনাল নির্মাণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) এনসিপির অঙ্গসহযোগি সংগঠন শ্রমিক উইং গাইবান্ধা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয়  সার্চ কমিটি প্রধান সম্রাট শেখ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জুবায়ের আহমেদ,  এনসিপির জেলা সদস্য ছহীহ আহমেদ ছোটন, আল নাহিয়ান সৈকত, আব্দুল মতিন সরকার বাবু, উপজেলার প্রধান সমন্বয়কারী এর আর আতিকসহ অনেকে।

স্মারকলিপিতে উল্লিখ করা হয়- গাইবান্ধা পৌরসভায় দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ও আধুনিক বাস টার্মিনালের অভাব এবং ট্রাক টার্মিনালের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে সাধারণ জনগণ, যাত্রীসাধারণ, চালক ও শ্রমজীবী মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সেইসঙ্গে  বাস টার্মিনালের নাজুক অবস্থা, পর্যাপ্ত অবকাঠামো না থাকা, যাত্রীদের জন্য বিশ্রামাগার, টয়লেট ও ছাউনি না থাকা এবং ট্রাকের জন্য কোনো নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় পুরো শহরের সড়ক ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিবেশ ও জননিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয়  সার্চ কমিটি প্রধান সম্রাট শেখ বলেন, গাইবান্ধা পৌরসভার বাস টার্মিনালকে অবিলম্বে আধুনিকীকরণ করতে হবে। যেখানে থাকবে পর্যাপ্ত ছাউনি, বিশ্রামাগার, পানীয় জল ও স্বাস্থ্যসম্মত টয়লেট। একইসঙ্গে পৌরসভার আওতায় একটি পূর্ণাঙ্গ ট্রাক টার্মিনাল দ্রুত নির্মাণ করে যাত্রী ও শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে টার্মিনালসহ বিভিন্ন দাবিতে আমরা এই কর্মসূচি পালন করেছি।

জনপ্রিয়

গাইবান্ধায় বাস টার্মিনাল আধুনিকীকরণসহ ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি

প্রকাশের সময়: ১১:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

গাইবান্ধা শহরের বাস টার্মিনাল আধুনিকীকরণসহ পৌরসভার আওতায় একটি পূর্ণাঙ্গ ট্রাক টার্মিনাল নির্মাণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) এনসিপির অঙ্গসহযোগি সংগঠন শ্রমিক উইং গাইবান্ধা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয়  সার্চ কমিটি প্রধান সম্রাট শেখ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জুবায়ের আহমেদ,  এনসিপির জেলা সদস্য ছহীহ আহমেদ ছোটন, আল নাহিয়ান সৈকত, আব্দুল মতিন সরকার বাবু, উপজেলার প্রধান সমন্বয়কারী এর আর আতিকসহ অনেকে।

স্মারকলিপিতে উল্লিখ করা হয়- গাইবান্ধা পৌরসভায় দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ও আধুনিক বাস টার্মিনালের অভাব এবং ট্রাক টার্মিনালের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে সাধারণ জনগণ, যাত্রীসাধারণ, চালক ও শ্রমজীবী মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সেইসঙ্গে  বাস টার্মিনালের নাজুক অবস্থা, পর্যাপ্ত অবকাঠামো না থাকা, যাত্রীদের জন্য বিশ্রামাগার, টয়লেট ও ছাউনি না থাকা এবং ট্রাকের জন্য কোনো নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় পুরো শহরের সড়ক ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিবেশ ও জননিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয়  সার্চ কমিটি প্রধান সম্রাট শেখ বলেন, গাইবান্ধা পৌরসভার বাস টার্মিনালকে অবিলম্বে আধুনিকীকরণ করতে হবে। যেখানে থাকবে পর্যাপ্ত ছাউনি, বিশ্রামাগার, পানীয় জল ও স্বাস্থ্যসম্মত টয়লেট। একইসঙ্গে পৌরসভার আওতায় একটি পূর্ণাঙ্গ ট্রাক টার্মিনাল দ্রুত নির্মাণ করে যাত্রী ও শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে টার্মিনালসহ বিভিন্ন দাবিতে আমরা এই কর্মসূচি পালন করেছি।