দিনাজপুরের চিরিরবন্দরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অক্টোবর রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী, অধ্যক্ষ মো. আব্দুস সালাম নূরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আলী সোহেল মিলকী, প্রধান শিক্ষক আলহাজ্ব মো. শামসুল আলম মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। সভায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























