গাইবান্ধায় চোরাই প্রাইভেট কারসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) জেলার জিরো পয়েন্ট গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
গ্রেফতার হওয় চোরার হলেন- শেরপুর জেলার হোসেনপুর উপজেলার বিলাতীপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রাজু মিয়া (২৮), ময়মনসিংসের নান্দাইল উপজেলার খইদা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫) ও বগুড়ার কালাই ঘনপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে মতিউর রহমান (৩৫)।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোলচত্বর এলাকায় থানার এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার টাকা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। ইতোপূর্বে এ কারটি গাইবান্ধা থেকে চুরি যাওয়ার অভিযোগ রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 























