গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় নুরবানু বেগম (৪৮) ও শাহিনা বেগম (৫০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
গ্রেফতার মাদককারবারি নুরবানু বেগম লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর গ্রামের মাসুম সোহেলের স্ত্রী ও শাহিনা বেগম একই গ্রামের মৃত গৌতম আলীর স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্থানে বাহন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসটির সিটে বসে থাকা ওই নারীদের কোমড়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা ৩ কেজি শুকনো গাঁজা জব্দ করাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য নুরবানু ও শাহিনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
শামীম সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















