অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল সম্পন্ন অভিনেত্রী কারিনা কাপুর খান। বলিউডের এই অভিনেত্রী গত মাসের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। সাধারণত মেয়েরা সন্তান জন্মের পর বিশ্রামে চলে যান। কিন্তু কারিনা এই ধারণাকে পাল্টে দিয়ে সন্তান জন্মের এক মাস না হতেই ফিরেছেন ক্যামেরার সামনে।
গর্ভকালীন সময়েও কাজ করে গেছেন কারিনা। বলেছিলেন মা হওয়ার পর যত শিগগিরই সম্ভব কাজে ফিরবেন। তার সেই কথার প্রতিফলন ঘটল মা হওয়ার এক মাস শেষ না হতেই। তবে সিনেমার শুটিংয়ে নয়, বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে কাজে ফিরেছেন। শুক্রবার (১২ মার্চ) কারিনার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, নতুন কাজের জন্য চুল ঠিক করছেন কারিনা। এর আগে গত মঙ্গলবার দ্বিতীয় সন্তানকে নিয়ে বাড়ির বাইরে যান সাইফ-কারিনা। শুক্রবার থেকে ফিরলেন শুটিং ফ্লোরে। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণ করা হয়েছে। গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে সদ্যোজাত সন্তানের সঙ্গে সাদা-কালো ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবির ক্যাপশনে লেখেন, এমন কোনো কাজ নেই যা একজন নারী করতে পারেন না।
দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর বলিউডের নবাব সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। এরপর তাদের জীবনে আসে প্রথম পুত্র তৈমুর আলি খান। গত বছরের আগস্টে পরিবারের নতুন সদস্য আসার আভাস দিয়েছিলেন এই জুটি।
জাগো২৪.নেট, বিনোদন ডেস্ক 

























