গাইবান্ধার সুন্দরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক কর্মহীন দিনমজুর নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর ৬৬ পদাধিক ডিভিশনের ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
এতে উপস্থিত ছিলেন- ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেড মেজর তবিবুর রহমান, পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, সহকারী কমিশনার (ভূমি)- মাহমুদ আল হাসান, ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবিব সরকার।
লকডাউনের প্রভাবে পৌর এলাকার কর্মহীন চা দোকানি, দিনমজুর, নরসুন্দর ও ভিখারি শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবন ও এক আটা বিতরণ করা হয়।
সেনাবাহিনীর দেয়া খাদ্য মানবিক সহায়তা পেয়ে খুশি দুস্থরা। রহিম নামে এক চা বিক্রেতা বলেন, হামরা চায়ের দোকান করি দিনে ২’শ-৩’শ টাকা আয় করি। সেই ট্যাকা দিয়ে সংসার চলতো। লকডাউনে তো সরকার দোকান বন্ধ করি দিছে। এই অবস্থায় পরিবারের খাবার জোগাড় করা নিয়া চিন্তায় আছনু। তাই দেখোম আর্মি ডাকি হামাক ত্রাণ দিলো।
এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর তবিবুর রহমান জাগো২৪.নেট-কে বলেন, আমরা নিজেদের রেশন থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছি। আসন্ন ঈদ ও করোনার এই দূর্যোগে দুস্থদের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের মানবিক খাদ্য সহায়তা অব্যাহত আছে।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 























