আটষট্রি হাজার গ্রাম বাংলা রক্তে লাল
কবি হাবিবুর রহমান, সিংড়া-নাটোর
আটষট্রি হাজার গ্রাম বাংলা রক্তে লাল,
আমি দেখি মাঠ সবুজ ঘাস রক্তে লাল।
আমি কাদি আগষ্ট মানেই তো বেদনার,
খোদা মুজিবকে জান্নাত দিন উপহার।
তোমার রক্তে পূর্ণ জম্ম দেশ প্রেমের,
তুমি অমর মাটি ভিজে বৃষ্টি রক্তের।
আমি কাদি আগষ্ট মানেই তো বেদনার,
মুজিব তোমায় সালাম জানাই বারবার।
আটষট্রি হাজার গ্রাম বাংলা রক্তে লাল,
আমি পতাকা নদী সূর্য লাল ফুলের ডাল।
আগষ্ট মানেই কাদে আমার বাংলাদেশ,
আমি পূর্ণ জম্ম পেয়েছি প্রেমে নেই শেষ।
আটষট্রি হাজার গ্রাম বাংলা রক্তে লাল,
বাঙালির শোক শক্তি রক্তে ভেজা পাল।
আটষট্রি হাজার গ্রাম বাংলা রক্তে লাল,
আগষ্ট মানেই চোখের জলে ভিজে গাল।
আগষ্ট মানেই রক্তে লেখা এ কবিতা,
বাংলাদেশ ও মানচিত্র রেখে গেছ পিতা।
আটষট্রি হাজার গ্রাম বাংলা রক্তে লাল,
আমি পতাকা নদী সূর্য লাল ফুলের ডাল।
হাবিবুর রহমান, পয়েম করেসপন্ডেন্ট, সিংড়া (নাটোর) 















