সমাজ
মো: মাজেদুল ইসলাম
সমাজ হলো এক আজব জায়গা,
যেখানে আছে অনেক মানহীনতা।
এই সমাজের চাহিদা অনেক,
পূরনের লাগি যে মন থাকে উদ্বেগ।
চাকরি গাড়ি যার যত দামি,
সমাজে মান তার তত খানি।
এই সমাজে চাকরি না হলে,
মানহীনতার অত্যাচার মিলে।
এই সমাজের এক আজব খেলা,
তেল মাথাই তেল দেয়া।
টাকা পয়সা চাকরি না হলে,
এই সমাজে ধিক্কার মিলে।
কবির মনে প্রশ্ন জাগে,
এই সমাজটা এমন কেন রে।
জিবনের চেয়ে টাকা কি বড়,
চাকরি কে কেন এত প্রাধান্য।
বিলাসিতার এই সমাজে,
সম্পদ হীন মানুষের দাম নাই রে।
বদলাতে হবে আমাদের মানসিকতা,
তবেই পাব আমরা উন্নতির দেখা।
লোভপিপাসু এই সমাজে,
মানবতা আজ বিলিন এর পথে।
মো. মাজেদুল ইসলাম, জাগো২৪.নেট, বগুড়া 















