বাকশক্তিতে মানুষই সেরা
(মোঃ জহুরুল ইসলাম জাহিদ)
প্রাণের গুনে প্রাণী বাচে,
জীবনে জন্ম মৃত্যু আছে।
সৃষ্টির সেরা মানব জাতি,
ধর্মে কর্মে সমাজ অতী।
বাক শক্তিতে মানুষ চলে মুখে বলে কথা,
জ্ঞান বিজ্ঞানে মানুষ বড় চিন্তা করে মাথা।।
আধার আলো পথে চলে দেখে দুটো চোখে,
খানা দানা খেয়ে বাচে কথা বলে মুখে। ।
চোখে দেখে মুখে খায় গন্ধ শোখে নাকে,
ভাল মন্দের বিচার করে শব্দ শুনে কানে।।
শক্তি গুণে কর্ম করে লেন দেন দুটো হাতে,
আলোর সন্ধানে হাটছে পথে চলছে দুটো পায়ে।।
আত্নার বন্ধনে বন্ধিত মানুষ বাসকরে সমাজে,
পঞ্চইন্দ্রীয় শক্তি বটে বিরল ইতিহাস রটে।।
সবিইতো স্রষ্টার দান, তা কী স্বরন বটে।।
মোঃ জহুরুল ইসলাম জাহিদ, পয়েম করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 















