গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের বিভিন্ন স্থানে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে চোরের উপদ্রব। প্রতিদিনই কোনো না কোনো বাসায় ঘটছে চুরির ঘটনা। চোরেরা রাতের পরিবর্তে কৌশল পাল্টিয়ে দিনে ও সন্ধ্যায় চুরির ঘটনা ঘটাচ্ছে। এসব চুরির সঙ্গে জড়িত রয়েছে কিছু মাদকসেবী যুবক।
গতকাল রাত ৯ টার দিকে পলাশবাড়ী শহরের অভিজাত প্রফেসরপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মরহুম নান্নু’র বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান কাপড়-চোপড় নিয়ে গেছে।
এছাড়াও গত ৩০ আগস্ট সোমবার রাত ৮ টায় পৌর শহরের নুনিয়াগাড়ী, ঘোড়াঘাট রোড এলাকায় সাজুর বাসায় একই কায়দায় নগদ ৫০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার ও কাপড়-চোপড় নিয়ে যায় চোরেরা।
এছাড়া শহরের বিভিন্ন এলাকায় প্রায়শই ঘটছে ছোট-বড় চুরির ঘটনা। বিশেষ করে জানালার ফাঁক দিয়ে মোবাইলসহ বিভিন্ন মুল্যবান জিনিসপত্র চোখের পলকে চুরি হয়ে যাচ্ছে।
এতে অনেকটা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এসব চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরদের দ্রুত গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। সেটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 























