মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তঅঞ্চল খ্যাত রৌমারী থেকে হাতে লিখে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা অগ্রদূত এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এক প্রদর্শনীর আয়োজন করেছে কুড়িগ্রামের উত্তরবঙ্গ যাদুঘর।
গতকাল মঙ্গলবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
এসময় ‘একাত্তরের অগ্রদূত’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়াম্যান শেখ আব্দুল্লাহ, বেসরকারী সংস্থা সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশীদ লাল, খুলনা গণহত্যা যাদুঘরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বাবলু, রিভারাইন পিপলের মহাসচিব ও সাংবাদিক শেখ রোকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু। উক্ত অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব ও বরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত ভ্রাম্যমান প্রদর্শনীর স্টলে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন অতিথি ও দর্শনার্থীরা।
কুড়িগ্রাম নতুন শহরে নির্মাণাধীন উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকন বলেন, আজিজুল হকের সম্পাদনায় ১৯৭১ সালে প্রকাশিত অগ্রদূত পত্রিকাটি মুক্তিযোদ্ধারের অনুপ্রেরণা ও সাহস যোগাতো। হাতে লিখে এই পত্রিকাটি প্রকাশ করা হত প্রতি সপ্তাহে।তার উত্তরবঙ্গ যাদুঘরে ‘অগ্রদূত’পত্রিকাটির বেশকিছু সংখ্যা সংরক্ষিত আছে।
১৯৭১সালের ৩১ আগষ্ট রৌমারী থেকে প্রথম প্রকাশিত হয় ‘অগ্রদূত’ নামের হাতে লেখা একটি সাপ্তাহিক পত্রিকা। স্টেনশীল কাগজে হাতে লিখে এবং সাইক্লোস্টাইল করে নিয়মিত প্রকাশিত হতো পত্রিকাটি। পত্রিকাটির স্লোগান ছিলো ‘স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলের সাপ্তাহিক মুখপত্র’। এতে যুদ্ধকালীন নানা সংবাদ, মতামত, সাহিত্য বিষয়ক লেখা থাকতে। প্রয়াত রাজনৈতিক শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুল হক পত্রিকাটির সম্পাদনা করতেন এর ব্যাবস্থাপক ছিলেন নুরুল ইসলাম( পাপু মিয়া) মুদ্রণ ও প্রকাশক ছিলেন মোহাম্মদ আলী।
পত্রিকার ৫০ বছর পূর্তি উপলক্ষে রৌমারী রণাঙ্গনের মুক্তি যুদ্ধকালীন প্রশিক্ষণের বিভিন্ন ছবি ও তথ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়।
রুহুল সরকার, করেসপন্ডেন্ট জাগো২৪. নেট রাজীবপুর (কুড়িগ্রাম) 























