গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল jago24.net সফলতার সঙ্গে ৫ বছর পূর্ণ করে ৬ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষ্যে সোমবার (১ ডিসেম্বর) পোর্টালটির সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- আলোচনা, দোয়া ও কেক কাটা।
জাগো২৪.নেট এর সম্পাদক-প্রকাশক খোরশেদ আলমের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রভাষক মাহমুদুল হক মিলন, শিক্ষক মোস্তাফিজার রহমান ফারুক, সাবেক ভিপি আ.স ম সাজ্জাদ হোসেন পল্টন, সাংবাদিক শাহজাহান সোহেল, আব্দুল কাফি সরকার, আব্দুল জোব্বার, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, শামীম সরদার, বিজ্ঞাপনদাতা রফিকুল ইসলাম রাজু, শাহ আলম মিয়া, মাছুদ মিয়া, ময়নুল ইসলাম প্রমুখ।
এ অনুষ্ঠানে সহযোগীতা করেন জাগো২৪.নেট এর বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির। দোয়া পরিচালনা করেন সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মো. বেলাল হোসাইন।
বক্তারা বলেন, জাগো২৪.নেট– প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিরপেক্ষ সাংবাদিকতায় অল্প সময়ে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ডেস্ক, জাগো২৪.নেট 



















