প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ডক্টর এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করলেন গাইবান্ধা-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুরে গ্রামে ওই কবর জিয়ারত করে তিনি। এখানে দোয়া শেষে সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্চে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে সাক্ষাৎ করেন এমপি স্মৃতি।
এর আগে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর হয়ে পলাশবাড়ীতে এসেছিলেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
বর্ধিত সভা শেষে আজ বিকেল ৩ টার দিকে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে পীরগঞ্জ ফতেপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও দোয়া করেন তিনি।
এরপর রংপুরে কিছু সময় যাত্রা বিরতি দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে সন্ধ্যায় ভিআইপি লাউঞ্চে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিমানবন্দরে তার যাত্রার শুভ কামনা করে বিদায় জানাতে সঙ্গে ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, পলাশবাড়ী সদর আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র সরকার, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, সাদুল্যাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, পলাশবাড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৌরভ আহমেদ বাবলা, ছাত্রনেতা টমাসসহ অন্যান্যরা।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 
























