গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে বিবাহযোগ্য দু:স্থ নারীদের যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় আয় বর্ধক ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) কর্মীরহাত কার্যালয়ে ১৫ ও ১৬তম ব্যাচের মোট ৪০ জন প্রশিক্ষনার্থীদের পা-চালিত সেলাই মেশিন, সনদপত্র, আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম।
কর্মীরহাতের সভাপতি এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, কর্মীরহাতের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সুলতান উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আবু জাফর সাবু, যুগ্ম সম্পাদক সামিউল ইসলাম পিপলু, নির্বাহী সদস্য আলমগীর কবির বাদল, আনিসুল হক দুলু, আবু হেনা মোঃ মোস্তফা কামাল জুয়েল, উপদেষ্টা এটিএম ফরহাদ হোসেন, ম্যানেজার মাহমুদুল হক রতন, প্রশিক্ষনার্থী কোহিনুর আক্তার প্রমুখ।
উল্লেখ্য যে, নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর অর্থায়নে এই প্রকল্পের আওতায় পোশাক তৈরি, সূচীকর্ম, বল্ক, বাটিক, রান্না শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা, আত্ম-সুরক্ষা, ইভটিজিং, গবাদী পশু পালন, শাক-সবজী চাষ ও নার্সেস এইড ইত্যাদি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে পা-চালিত সেলাই মেশিন, সনদপত্র ও মুলধন হিসেবে ১ হাজার করে টাকা দেয়া হয়।
এছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রতিটি প্রশিক্ষণার্থীকে জামা-পায়জামা, ছাতা ও ভেনিটি ব্যাগ প্রদান করা হয়। উল্লেখ্য, এ পর্যন্ত কর্মীরহাতের যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় ১৬টি ব্যাচে ৩শ’ ৩৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তাদেরকে ৪ লাখ ৮৮ হাজার টাকা মুলধন প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















