অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়ালি পদ্ধতিতে বলেছেন, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। তাঁর জন্ম না হলে আমাদের এদেশ স্বাধীন হত না। তাঁর চেতনাকে ভুলুন্ঠিত করতে দেয়া হবে না। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোন অপশক্তিকে ছাড় দেয়া হবে না। অনেকেই স্বপ্ন দেখেছে, কেউ বাস্তবায়ন করেনি। আওয়ামীলীগ স্বপ্ন দেখেছে এবং বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর স্বপ্নগুলো জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. আজমল হক, উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন প্রধান অতিথি । এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















