বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মোখলেছুর রহমানকে বনগ্রাম ইউনিয়নের সভাপতি ঘোষণা করা হয়।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বনগ্রাম ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যপক আব্দুল জলিল সরকার, জিল্লুর রহমান খন্দাকার, যুগ্ন সাধারণ সম্পাদক রনজিৎ কুমার, এসটিএম রুহুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক রাজা বকসী, শ্রমজীবি সম্পাদক ওসমান গণি. ক্রীড়া সম্পাদক আহসান হাবিব বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ।
এ সভায় সঞ্চালন করেন বনগ্রাম ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফুর রহমান লাবলু। সভায় সর্বসম্মতিক্রমে মোখলেছুর রহমানকে ৯নং বনগ্রাম ইউনিয়নের সভাপতি ঘোষণা করা হয়েছে।
খোরশেদ/মাসুদ, জাগো২৪.নেট 



















