মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে।
ব্যাডমিন্টন টুর্ণামেন্টের প্রস্তুতিমূলক শুক্রবার (১২ নভেম্বর) এ খেলার উদ্বোধন করেন আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সজীব সরকার। জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ও আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মুকুল আকন্দ ও এনজিও কর্মী শিমুল সরকারসহ আরও অনেকে।
এ খেলার পৃষ্টপোষকতায় রয়েছেন মো. সজীব সরকার। তিনি বলেন, দেশে কিশোর গ্যাংসহ মাদক সেবনের ভয়াবহতা দেখা দিয়েছে। এসব রোধ করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যে শুধু শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে তাই নয়, একজন খেলোয়াড় শুধু নিজের জন্য নয়, বরং নিজের দেশ ও জাতির জন্যও সম্মান ও পরিচিতি বয়ে আনতে পারে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

























