গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপ্রধান হিসেবে ছিলেন সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, রফিকুল ইসলাম বিএসসি, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, দপ্তর সম্পাদক ইউনুস আলী সরকার প্রমুখ।
বক্তারা বলেন, আগামী যেকোন নির্বাচনে পলাশবাড়ী উপজেলাতে দেশরত্ন শেখ হাসিনার নৌকা প্রতীকের জয় সু-নিশ্চিত করেই, ঘরে ফিরবো। তবে পৌর নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী বাচাই করতে জনমত ভালো করে যাচাই করতে হবে। তাহলেই সারাদেশের ন্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পলাশবাড়ী উপজেলায় নৌকার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















