শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, নির্বাচন স্থগিতের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিয়ামত নগর এম.ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য চুড়ান্ত ভোটার তালিকা তৈরীতে নানা অনিয়ম করার অভিযোগ উঠেছে।

এ তালিকা নানা ধরণের অসঙ্গতি থাকায় নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে ইউএনও সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়বর হোসেন সরকার শ্রেণি কক্ষে কোন খসড়া ভোটার তালিকা না করে গত ২৮ নভেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। প্রধান শিক্ষক নিজ স্বার্থ হাসিলের জন্য এই তালিকায় তৈরীতে নানা অনিয়মের আশ্রয় নিয়েছে। পকেট কমিটি গঠনের জন্য মৃত ছাত্রীর পিতাকে ভোটার বানানো হয়েছে। আরেক শিক্ষার্থীর পিতা মারা গেলেও সেই মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তুর্ভূক্ত করা হয়। শুধু তায় নয়, একই ছাত্রকে সপ্তম ও অস্টম শ্রেণিতে অধ্যয়ণ দেখিয়ে তার অভিভাবককে ডাবল ভোটার করা হয়। এছাড়া শিক্ষার্থীর নাম-ঠিকানা বিকৃতি করেও একই ব্যক্তিকে একাধিক ভোটার করা হয়েছে। এছাড়া আরও নানা ধরণের ত্রুটি রয়েছে ভোটার তালিকায়।

বিদ্যমান পরিস্থিতিতে এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করা হলে স্থানীয় পর্যায়ে জটিলতা সৃষ্টিসহ অপ্রীতিকরা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে অনেকে।

নামপ্রকাশ না করা শর্তে একাধিক প্রার্থী ও অভিভাবক বলেন, আগামী ১০ জানুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যাতে করে এ নির্বাচনে কোন প্রশ্নবিদ্ধ না হয়, সে লক্ষ্যে নির্বাচন স্থগিত করে পুণঃরায় ভোটার তালিকা তৈরীর দাবি জানোনো হচ্ছে।

প্রধান শিক্ষক খয়বর হোসেন সরকার জাগো২৪.নেট-কে বলেন, চুড়ান্ত ভোটার তালিকায় কিছু ভুলত্রুটি রয়েছে। সেটি আমার অজান্তে হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল ইসলাম জাগো২৪.নেট-কে জানান, বিষয়টি দেখার জন্য প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম জাগো২৪.নেট-কে জানান, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সেটি তদান্তাধীন রয়েছে।

 

জনপ্রিয়

সাদুল্লাপুরে ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, নির্বাচন স্থগিতের দাবি

প্রকাশের সময়: ০৪:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিয়ামত নগর এম.ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য চুড়ান্ত ভোটার তালিকা তৈরীতে নানা অনিয়ম করার অভিযোগ উঠেছে।

এ তালিকা নানা ধরণের অসঙ্গতি থাকায় নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে ইউএনও সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়বর হোসেন সরকার শ্রেণি কক্ষে কোন খসড়া ভোটার তালিকা না করে গত ২৮ নভেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। প্রধান শিক্ষক নিজ স্বার্থ হাসিলের জন্য এই তালিকায় তৈরীতে নানা অনিয়মের আশ্রয় নিয়েছে। পকেট কমিটি গঠনের জন্য মৃত ছাত্রীর পিতাকে ভোটার বানানো হয়েছে। আরেক শিক্ষার্থীর পিতা মারা গেলেও সেই মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তুর্ভূক্ত করা হয়। শুধু তায় নয়, একই ছাত্রকে সপ্তম ও অস্টম শ্রেণিতে অধ্যয়ণ দেখিয়ে তার অভিভাবককে ডাবল ভোটার করা হয়। এছাড়া শিক্ষার্থীর নাম-ঠিকানা বিকৃতি করেও একই ব্যক্তিকে একাধিক ভোটার করা হয়েছে। এছাড়া আরও নানা ধরণের ত্রুটি রয়েছে ভোটার তালিকায়।

বিদ্যমান পরিস্থিতিতে এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করা হলে স্থানীয় পর্যায়ে জটিলতা সৃষ্টিসহ অপ্রীতিকরা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে অনেকে।

নামপ্রকাশ না করা শর্তে একাধিক প্রার্থী ও অভিভাবক বলেন, আগামী ১০ জানুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যাতে করে এ নির্বাচনে কোন প্রশ্নবিদ্ধ না হয়, সে লক্ষ্যে নির্বাচন স্থগিত করে পুণঃরায় ভোটার তালিকা তৈরীর দাবি জানোনো হচ্ছে।

প্রধান শিক্ষক খয়বর হোসেন সরকার জাগো২৪.নেট-কে বলেন, চুড়ান্ত ভোটার তালিকায় কিছু ভুলত্রুটি রয়েছে। সেটি আমার অজান্তে হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল ইসলাম জাগো২৪.নেট-কে জানান, বিষয়টি দেখার জন্য প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম জাগো২৪.নেট-কে জানান, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সেটি তদান্তাধীন রয়েছে।