শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

উর্ধ্বগতিতেই রয়েছে চালের দাম

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট,
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

নিত্য পণ্যের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। প্রতিদিনই বাড়ছে দাম। বিশেষ করে চালের দাম কমানোর আশার কথা শোনা গেলেও এখনও তা উর্ধ্বগতিতেই রয়েছে। গত কয়েকদিনে দাম বেড়েছে কয়েক দফায়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে খবর নিয়ে জানা যায়, নাজিরশাইল চালের খুচরা মূল্য ৬৬ টাকা। একই গতিতে দাম বেড়েছে মিনিকেটেরও। এছাড়া মোটা চাল খুচরায় বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকা দরে। বাজারের বিক্রেতারা জানিয়েছেন, চালের দাম কবে কমবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

চালের পাশাপাশি সপ্তাহের ব্যবধানে বেড়েছে তেলের দামও। গত সপ্তাহে সয়াবিন তেলের লিটার প্রতি ছিল ১১০ টাকা। এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকা। অবশ্য বোতলজাত তেলের দাম আগের মতোই রয়েছে। কাওরান বাজারের মুদি পণ্য কিনতে আসা সাইফ বলেন, বাজারের অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। এভাবে পণ্যের দাম বাড়তে থাকলে খাওয়া মুশকিল হয়ে যাবে। চাল তেল বাড়লেও কিছুটা স্বস্তি দিচ্ছে আলু দাম। এক সপ্তাহে আলুর দাম কমেছে ১০-১৫টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করছে। সামনে আরও কমবে দাম। কাওরান বাজারে নতুন আলু প্রতি কেজি খুচরা বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা। তবে পুরোনো আলুর দাম আগের মতোই রয়েছে। পাইকারিতে পুরোনো আলুর দাম এখনো ৪০-৪২ টাকা কেজি। খুচরা বাজারে তা ৪৫-৪৬ টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন