দিনাজপুরের হিলি সীমান্তে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২ টায় হিলি সীমান্তের ফকিরপাড়ার মসজিদ এলাকা থেকে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো।
তিনি জাগো২৪.নেট-কে জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপির বিওপি ক্যাম্পের বিজিবি’র নায়েক আজিজুর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ফকিরপাড়ার মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। এরপর মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-ক ১২-০২৯২) তল্লাশি করা হয়। এসময় কারের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায় । পরে প্রাইভেট কারসহ ফেনসিডিলগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়েছে।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 


















