“দাবী মোদের একটাই, গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় চাই” এ শ্লোগানে গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গড়ে তোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর)‘‘আমাদের গাইবান্ধা’’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।
গাইবান্ধা শহরের ডিবি রোডস্থ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি মো. সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাভভির রহমান রিদিম।
এসময় রক্তযোদ্ধা সংগঠন, বৈচিত্র্যময় বালাশীসহ আরও কয়েকটি সংগঠন তাদের সাথে একাত্মতা প্রকাশ করে।
বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে ও বাস্তবায়ন হচ্ছে। কিন্তু বরাবরের মতো গাইবান্ধা জেলা পিছিয়ে রয়েছে। গাইবান্ধা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হলেও নেই গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্থাপনের কোন উদ্যোগ। এ দাবি বাস্তবায়নে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির দৃষ্টি আকর্ষণ করেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















