গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা র ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সংস্থাটির গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও শী বস্ত্র বিতরণ করা হয়েছে।
এর আগে প্রথম অতিথি ও অতিথিদের ফুলেল শুভেচছা ও সংস্থার ব্যাচ পরিয়ে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজুর পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মহন্ত, রিপোর্টাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ডাফরুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক রাহেনুল ইসলাম, কালামানিক দেব, তারাজুল ইসলাম, নুর আলম আকন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক শাহীন খন্দকার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান সামছুল, সদস্য এম এ রহিম, খসরু মাহমুদ, জাকির হোসেন সহ প্রেসক্লাব, রিপোর্টাস ফোরাম, বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 























