দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু হাতেমের আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ জামে মসজিদে জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ এ দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















