নিরাপদ খাদ্য উৎপাদন তথা মাটি ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মানসম্পন্ন বালাইনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ মার্চ সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মাহবুবুর রশীদ, অতিরিক্ত কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অরুণ কুমার রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অনুখাদ্য কোম্পানির প্রতিনিধিগণ, বালাইনাশক ও অনুখাদ্য ব্যবসায়ী এবং উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 




















