গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে মাদক কারবারি রফিকুল ইসলাম (২৪) খোরশেদ আলম মুন্না (৩৪) কে আটক করা হয়। আটককৃত রফিকুল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মরাধার গ্রামের সামাদ আলীর ছেলে ও খোরশেদ আলম রানীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধারু গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 
























