শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

বাবার জয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী

বিনোদন ডেস্ক, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
তৃণমূল কংগ্রেস প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা আসানসোল কেন্দ্রের সংসদ উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ৩ লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রেকর্ড ব্যবধানে বাবার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
শনিবার বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হয়। যখন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৮৪ হাজার ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিমিত্রা পালের থেকে এগিয়ে, তখনই সে খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেন বলিউড অভিনেত্রী মেয়ে সোনাক্ষী।
তার বাবা যে উইন করতে চলেছেন, সেটা বুঝতে পেরে উচ্ছ্বসিত হয়ে পড়েন অভিনেত্রী। এর কিছু পরে আসানসোল সংসদীয় কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে জয়ী প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। জয়ের আনন্দে রাস্তায় নামেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পশ্চিমবঙ্গের মেয়ে বিজেপির অগ্নিমিত্রা পালকে হারানোর জন্য তৃণমূলের ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহাকে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা, মন্ত্রীরা।
শত্রুঘ্ন সিনহার ছেলে লব সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাবা আমার অনুপ্রেরণা ছিলেন, আছেন, থাকবেন। বাবা রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। জীবনের একটি নতুন পথে হাঁটতে চলেছেন। আসানসোলের জনগণ, তৃণমূল নেতাকর্মী এবং মমতা ব্যানার্জির কাছে আমি কৃতজ্ঞ। ভাই লব সিনহার এই পোস্টটি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে মেয়ে সোনাক্ষী লিখেছেন, ‘এবং জয়ী হলেন।’
অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় জয়লাভ করেছেন। আসানসোল বালিগঞ্জের জোড়া জয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস শিবির।
শনিবার ফল প্রকাশের পর তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাহলে আপনারাই বুঝে নিন, আবারও প্রমাণ হলো, শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল কংগ্রেসই বাংলার ভরসা, ভারতেও ভরসা। এই ভালোবাসা, আশীর্বাদ আমাদের আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করবে। সুশাসনই আমাদের অগ্রাধিকার। সুত্রঃ দৈনিক বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন